এইদিন স্পোর্টস নিউজ,২৪ মার্চ : আইপিএল ২০২৪-এর তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৪ রানে জিতেছে। কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজিত শনিবার রাতের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সানরাইজার্স । কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে। হায়দরাবাদের বোলারদের মধ্যে টি নটরাজন ৩টি, মায়াঙ্ক মারকান্ডে ২টি ও কামিন্স ১টি উইকেট পান।
কলকাতার হয়ে, ফিলিপ সল্ট ৪০ বলে ৫৪ রান করেন এবং আন্দ্রে রাসেল ২৫ বলে ৬৪ রান করেন। সানরাইজার্সের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (২১ বলে ৩২ রান), অভিষেক শর্মা (১৯ বলে ৩২ রান) এবং হেনরিক ক্লাসেন ২৯ বলে ৬৩ রান করেন । এক সময় সানরাইজার্সের ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু সেখান থেকে কেকেআরকে ম্যাচে ফেরান হর্ষিত রানা। শেষ ওভারে তিনি শাহবাজ ও ক্লাসেনকে তুলে নেন। ৪ ওভারে ৩৩ রানে ৩টি উইকেট নিয়েছেন তিনি। শেষ বলে জয়ের জন্য পাঁচ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। কিন্তু তা তুলতে ব্যর্থ হন কামিন্সরা এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে এবং ৪ রানে হেরে যায়।
পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে আরেকটি ম্যাচে পাঞ্জাব ৮ উইকেটে জিতেছে। দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করলে পাঞ্জাব দল ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে।।

