নীহারিকা মুখার্জ্জী, ফলতা, দক্ষিণ ২৪ পরগণা : ক্যালেণ্ডার অনুযায়ী একদিন পর বহু প্রতীক্ষিত বসন্ত উৎসব। তার আগেই আজ শনিবার রঙের উৎসব ‘দোল’ উৎসবে মেতে উঠল দক্ষিণ ২৪ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা। বিদ্যালয়ের চির পরিচিত ‘ইউনিফর্ম’-এর পরিবর্তে রঙিন পোষাক পরিধান করে গ্রামের রাস্তায় ‘ওরে ভাই, ফাগুন এসেছে বনে বনে’ সঙ্গীতের সঙ্গে নৃত্যের তালে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রঙিন পোষাকে সঙ্গে ছিলেন শিক্ষক-শিক্ষিকারা।
শোভাযাত্রার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ঋতুরঙ্গ’। নৃত্য-গীতির মাধ্যমে সমস্ত ঋতুকে একের পর এক বর্ণনা করে বসন্তের জয়গান গাওয়া হয়। বসন্তের রঙে রাঙিয়ে তোলা হয় উপস্থিত অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিদের। ক্ষণিকের জন্য প্রবীণরা ফিরে পান তাদের শৈশবকে এবং ওদের সঙ্গে মেতে ওঠেন বসন্তোৎসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সী, ব্লক তৃণমূল সভাপতি সঞ্চিতা মণ্ডল, পঞ্চায়েত প্রধান শবরী হালদার সর্দার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক রবিয়াল জমাদার সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। উৎসবের শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর বললেন, ‘পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাচ্চাগুলোকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রতিবছর বসন্তোৎসবের আয়োজন করে থাকি এবং শিক্ষক-শিক্ষিকারাও ওদের সঙ্গে সামিল হন। সত্যিই খুব ভাল লাগে।’।