এইদিন স্পোর্টস নিউজ,২৩ মার্চ : স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল কলম্বিয়া । শনিবার লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জয়ী হয়েছে তারা । স্পেনের বিপক্ষে এতদিন জয়ের স্বাদ দেখেনি লুইস দিয়াসদের দল । এর আগে তারা তিনবার স্পেনের মুখোমুখি হয়েছিল। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ম্যাচটা জিতেছে স্পেন। ২০১১ সালে অনুষ্ঠিত সে ম্যাচে ১-০ গোলে জিতেছিল তারা। এবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পরিসংখ্যান সমান করল কলম্বিয়া।
নতুন কোচ নেস্তর লোরেঞ্জো যোগ দেওয়ার পর এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল কলম্বিয়া। এর মধ্যে ১২ ম্যাচেই জয়ের হাসি হেসেছে লুইস দিয়াসরা। জার্মানি, ব্রাজিলের পর এবার তাদের শিকারে পরিণত হলো স্পেন। এদিন শুরুর একাদশে প্রথম পছন্দের খেলোয়াড়দের নামায়নি স্পেন। বেঞ্চে ছিলেন লামিনে ইয়ামাল, দানি কারভাহাল, নিকো উইলিয়ামস, রদ্রি, উনাই সিমন, আলভারো মোরাতাদের মতো তারকারা। এরপরও কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্পেন।
এই সময় বেশকিছু সুযোগও তৈরি করেছিল স্পেন। তবে তার কোনোটাই কাজে লাগাতে পারেনি। বিপরীতে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়া। যদিও বিরতির পর উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে তারা। নিজের সেরা ছন্দেই ছিলেন লিভারপুলের তারকা ফরওয়ার্ড দিয়াস।বিরতির পর তার নেতৃত্বে স্পেন শিবিরে কাঁপন ধরায় কলম্বিয়া। ৬১ মিনিটে জয়সূচক গোলটার দেখা পায় তারা। দিয়াসের ক্রস থেকে বল পান ড্যানিয়েল মুনোজ। এরপর অসাধারণ এক ভলিতে তিন কাঠির নিচে বল পাঠান ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার।পিছিয়ে পড়ে মোরাতা, উইলিয়ামস,ইয়ামাল, বায়েনাদের মাঠে নামান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এরপরও ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশদের। হার নিয়ে মাঠ ছাড়ে তারা ।।