এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ মার্চ : কলকাতার একটি আবাসনে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্লাটে আজ শনিবার সাতসকালে হানা দিল সিবিআই । প্রায় ১০ জন তদন্তকারী দলকে মহুয়ার বাবা পেশায় ব্যবসায়ী ডিএল মৈত্রের আলিপুরের ‘রত্নাবলী’ নামে এক আবাসনের ফ্লাটে ঢুকতে দেখা গেছে । তার আগে গোটা আবাসন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী । আধিকারিকদের হাতে থাকা প্রিন্টার দেখে অনুমান করা হচ্ছে যে বিশেষ কোনো নথির সন্ধানে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী দল৷
দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা এবং সংসদের গোপন পাসওয়ার্ড বিদেশে পাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে । দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর মহুয়ার সাংসদ পদ কেড়ে নেয় হাউসের এথিক্স কমিটি। মঙ্গলবার লোকপালের রিপোর্টে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতার কথা বলা হয়েছে । এছাড়া সিবিআই এফআইআরে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলা হয়েছে । গত ১৯ মার্চ থেকে আগামী ৬ মাসের মধ্যে সিবিআইকে এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা । ফলে লোকসভা ভোটের ঠিক মুখেই মহুয়া মৈত্র ইস্যুতে ব্যাপক চাপে পড়ে গেছে রাজ্যের শাসকদল ।।