আমার বুনো স্বপ্নগুলো আজ তালপাতা হোগলার ছাউনির আড়ালে,
সবুজ অরণ্যের শুকনো কাঠ দিয়ে ঘিরেছি স্বপ্নের ঘর….
মিটিমিটি জোনাকির আলোয় স্বপ্নগুলো আগলে রাখা রাতের আঁধারে,
ভাঙাগড়ার মাঝে টিকিয়ে রাখার লড়াই…
যত গভীর হয় রাত ,তত যেন
বুনো স্বপ্নগুলো আঁকড়ে জড়িয়ে ধরে আমায়।
ভোরের আলোয় স্বপ্নগুলোর মিটিমিটি চাওয়া,
তারপর হলুদ সোনালী আলোয় একমুখ লাজুক হাসি,
স্বপ্নগুলো বুনো খোলস ছেড়ে বেরিয়ে পড়ে সশরীরে…
বাস্তবের সাথে লড়াইয়ে নামে।
ভালোবাসার বুনো স্বপ্ন আমায় বলে বাস্তবের কথা ভাবো,
আড়াল করে লাভ কি তোমার?
বুনোস্বপ্নরাও আজ বাস্তবকে চিনেছে,
চোখের মাঝে রঙিন নকশার মতো কল্পনায় আঁকো,
যখন বাস্তবে ধরা ছোঁয়ার নাগাল হারিয়ে ফেলো তখন চোখে জল ফেলো,কষ্ট পাও।
মনের মধ্যে রেখে বাস্তবকে চেনো ,
আমার বুনো রূপের কদর তোমার কাছে,তাতেই খুশিতে আছি বেশ।
কখনো তোমার পাহাড় ভাঙার স্বপ্ন ,
কখনো সমুদ্রের নীল জলরাশির মাঝে অবগাহনের ইচ্ছে…
কখনও ঘন সবুজ অরণ্যের মাঝে হিংস্র জানোয়ারের হাতে …
কখনো আবার রূপকথার রাজকন্যা হয়ে আকাশ পথে,
আবার কখনো নদীর পাড় ধরে কুলু কুলু শব্দের সাথে তাল মেলাতে চাও…
কখনও আবার হারিয়ে যেতে চাও নিজের মতো করে অচীনপুরে।
এসব বুনো স্বপ্নগুলো আমার চিরায়ত সঙ্গী,
বৈভব, ধন, সম্পদ, রতন, মাণিকের খোঁজ করিনা,
সারাজীবন এই বুনো স্বপ্নের হাত ধরে পথ হেঁটে চলেছি,
নেই কোন খেদ, না পাওয়ার যন্ত্রণায় কাতর হয়েও আবার দেখেছি…
এযে আমার সহজাত উন্মাদনা, নেশা।।