এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৩ মার্চ : ফরেন পলিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে আল-কায়েদা নেটওয়ার্ক আফগানিস্তানে ফিরে এসেছে এবং তালিবানদের সুরক্ষায় তারা দেশের উত্তর-পূর্বাঞ্চলের খনি থেকে সপ্তাহে কয়েক মিলিয়ন ডলার লাভ করছে। এই মিডিয়া শুক্রবার লন্ডনের একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে যে বিষয়টি স্বাধীন সূত্র দ্বারা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে তালিবানের সুরক্ষায় আল-কায়েদা নেটওয়ার্ক বাদাখশান এবং তাখারে অবৈধ খনির জন্য কয়েক হাজার শ্রমিক নিয়োগ করেছে এবং বাদাখশান ও তাখারের সোনার খনি থেকে সপ্তাহে কয়েক মিলিয়ন ডলার আয় করে।
এই পরিসংখ্যানটি এই খনিগুলির মধ্যে আল-কায়েদার লভ্যাংশ ২৫ শতাংশ , যা এই নেটওয়ার্ককে হাক্কানি এবং হেবাতুল্লাহ আখুন্দজাদেহের গ্রুপ দিয়ে থাকে।প্রতিবেদনে বলা হয়েছে,’সোনার খনি থেকে তালিবানদের মাসিক আয় ২৫ মিলিয়ন ডলারেরও বেশি, যদিও এই অর্থ তাদের সরকারী বাজেটে দেখা যায় না এবং সরাসরি এই গ্রুপের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পকেটে যায় ।
রিপোর্ট অনুসারে,২০২২ সালের প্রথম দিকে খনির কাজ শুরু হওয়ার পর থেকে আল-কায়েদা মোট ১৯৪.৪ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে, এই মিডিয়া বলেছে যে আল-কায়েদার সঙ্গে তালিবান কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারব সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। অন্যদিকে, লন্ডনের এই ইনস্টিটিউট তাদের প্রতিবেদনে সারা বিশ্বে আল-কায়েদার সাথে যুক্ত ১৪টি দলকে চিহ্নিত করেছে যারা আফগানিস্তানের খনি থেকে উপকৃত হয়, যার মধ্যে রয়েছে ইসলামিক মুভমেন্ট অব ইস্ট তুর্কেস্তান, তাজিকিস্তানের আনসারুল্লাহ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, আল-কায়েদা,আরব উপদ্বীপের কায়েদা, ইয়েমেনে আল-কায়েদা, ইরাকে আল-কায়েদা, সিরিয়ায় আল-কায়েদা, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা, উপসাগরে আল-কায়েদা এবং পূর্ব আফ্রিকায় আল-শাবাব প্রভৃতি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলি ।
যদিও তালিবানরা এখনও এই প্রতিবেদনের বিষয়ে কিছু জানায়নি, তবে তারা সবসময়ই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো প্রকার যোগসূত্র থাকার কথা অস্বীকার করে ।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ দল আফগানিস্তানে আল-কায়েদার উপস্থিতি এবং কয়েকটি প্রদেশে শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেও আদপে বিশ্বজুড়ে ইসলামি সন্ত্রাসবাদের জাল বিস্তার করছে ওই গোষ্ঠী। উল্লেখ্য,বিগত আড়াই বছরে তালিবানরা ব্যাপকভাবে খনি উত্তোলন ও বিক্রির কাজে নিয়োজিত হয়েছে, যার আয় জনগণকে সঠিকভাবে জানানোই হয় না । দেশে কঠোর ভাবে ইসলামি শাসন লাগু করার নাম করে আদপে দেশের খনিজ সম্পদ লুটপাট করে যাচ্ছে এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিবান ।।