জিজ্ঞেস করলে উত্তর আসে,
ঠোঁটের কোনে আলতো মিষ্টি হাসি,
কেউ প্রকাশ করে বা কেউ করে না বাস্তব সত্যি,
সময়, এখন তুমি অন্য কারো, ধরা পরে না কেউ!
অভিনয়কে নিজের সঙ্গী, কৃত্রিম হাসির ঝলক,
সব হাসি সে তো হাসি নয়, মনের মধ্যে কান্নার স্তর।
সম্ভাষণে শুরু, চোখের ভাষা নির্বাক নয় জেনো,
তবুও আমার আমি কে সাজাই কৃত্রিম প্রচেষ্টায় অহরহ ।
ভালো থাকার উপায় ! অপ্রকাশ বা নিরুত্তর,
গোপন থাকাই ভালো, লোক চক্ষুর আড়ালে,
সহজ সরল অন্তঃকরণে, আধুনিকতার ছোঁয়ায়
দু:খ কষ্ট হতাশা অব্যক্ত রাখে সমালোচনা বা করুণার অবকাশ…