এইদিন ওয়েবডেস্ক,ভুটান,২২ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুঙ্ক গ্যালপো’ (Order of the Druk Gyalpo) তে ভূষিত করল ভুটান । এর আগে এই সম্মান পেয়েছেন মাত্র চারজন । এর আগে ২০০৮ সালে, এই সম্মান রাজকীয় রানী আশি কেসাং ওয়াংচুককে দেওয়া হয়েছিল। এর পর এবার এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী। পুরস্কার গ্রহণের সঙ্গে সঙ্গেই চারিদি করতালিতে মুখরিত হয়ে ওঠে । উপস্থিত সকলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ভুটানের রাজা প্রধানমন্ত্রী মোদীর জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। এর আগে কোনো প্রধানমন্ত্রীকে এভাবে সম্মানিত করেনি ভুটান । কে ৫ রেসিডেন্স লিংকানা প্রাসাদে এই নৈশভোজে অংশগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী ।
প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন,’আজ একজন ভারতীয় হিসাবে আমার জীবনের একটি বড় দিন, আপনি আমাকে ভুটানের সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত করেছেন। প্রতিটি পুরস্কারই বিশেষ, কিন্তু যখন আমরা অন্য কোনো দেশ থেকে পুরস্কার পাই, তখন আমাদের মনে হয় যে আমাদের উভয় দেশই সঠিক পথে এগোচ্ছে । ১৪০ কোটি ভারতীয় জানে যে ভুটানের মানুষ তাদের নিজের পরিবারের সদস্য। ভুটানের মানুষও এটা জানে এবং বিশ্বাস করে যে ভারত তাদের পরিবার। আমাদের সম্পর্ক, বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস অটুট। তাই আজ আমার জন্য খুব বিশেষ দিন।’।