এইদিন স্পোর্টস নিউজ, ২২ মার্চ : গতবারের আইপিএলে অনুপস্থিত থাকা এই ৭ ক্রিকেটারকে এবারে মাঠে দেখা যাবে । আজ শুক্রবার রাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ তম আসর ।তাই ভক্তরা তাদের খেলা দেখতে উন্মুখ হয়ে আছে । ওই সাত তারকা ক্রিকেটার হলেন :
জনি বেয়ারস্টো: ২০২২ সালের সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে পা ভেঙেছিলেন জনি বেয়ারস্টো। ইংলিশ ক্রিকেটার খেলতে পারেননি বিশ্বকাপ। মিস করেছেন আইপিএলও। এবার শতভাগ ফিট আছেন ইংলিশ ব্যাটার। ইংল্যন্ড দলের সঙ্গে দুই মাস ধরে ভারত সফরে আছেন তিনি। অপেক্ষায় আছেন আইপিএলে ফেরার।
জাসপ্রিত বুমরাহ: পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্টের গত মৌসুমে খেলতে পারেননি বুমরাহ। চোট এতটাই গুরুতর ছিল যে, তার ক্যারিয়ার বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। সেই তিনি ফিরেছেন আরও ভয়ঙ্কর হয়ে। ইংল্যান্ড সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতীয় পেসার।
শ্রেয়াস আইয়ার: শ্রেয়াসের অবস্থাও প্রায় বুমরাহর মতো। পিঠের চোটের কারণে গত আসর খেলতে পারেননি। পরে অস্ত্রোপচার করানো হয় তার। সুস্থ হয়ে মাঠে ফেরার পর কিছুদিন আগে ইংল্যান্ড সিরিজ ও রঞ্জি ট্রফিতে চোট পেয়েছিলেন। আশার কথা হচ্ছে তার চোট গুরুতর ছিল না।
প্যাট কামিন্স: আন্তর্জাতিক ক্রিকেট তথা অস্ট্রেলিয়া জাতীয় দলকে সময় দেওয়ার জন্য আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন কামিন্স। হতাশ হয় কলকাতা নাইট রাইডার্স। এবার ফিরছেন তিনি। তবে কেকেআর নয়, সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসেবে খেলবেন কামিন্স।
ঋষভ পন্থ : ২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ প্যান্ট। প্রাণে বাঁচলেও তিরি আর ক্রিকেট খেলতে পারবেন কিনা তা নিয়ে জেগেছিল সংশয়। কিন্তু আশার চেয়েও দ্রুত উন্নতি হয়েছে প্যান্টের। এক মৌসুমের বিরতি দিয়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি।
মিচেল স্টার্ক: সবশেষ ২০১৫ সালে আইপিএল খেলেছিলেন স্টার্ক। তিনি টুর্নামেন্টে ফিরছেন রেকর্ড পারিশ্রমিক নিয়ে। প্রায় ২৫ কোটি রুপিতে তিনি যোগ দিয়েছেন কলকাতায়। যা আইপিএলে সর্বোচ্চ। কামিন্স হাতছাড়া হওয়ার কারণে তার স্বদেশি স্টার্ককে নিয়ে এসেছে কেকেআর।
কেন উইলিয়ামসন: গত মৌসুমে মাত্র এক ঘণ্টা মাঠে ছিলেন উইলিয়ামসন। ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন তিনি। লিগামেন্ট ছিড়ে যায় তার। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান নিউজিল্যান্ড তারকা। বলতে গেলে গত আসরে তিনি ছিলেনই না! এবার গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন উইলিয়ামসন ।।