এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২১ মার্চ : আসামের বুরা চাপরি বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি অস্থায়ী বন শিবির ধ্বংস করার অভিযোগে পুলিশ মহিলাসহ অন্তত তেরো জনকে গ্রেপ্তার করেছে। নগাঁওয়ের জুরিয়া, নগাঁওতে বনবিভাগের জায়গা জবরদখল করে তারা বসবাস করছিল । সম্প্রতি তাদের উচ্ছেদ করা হয় । আর সেই আক্রোশেই তারা বন বিভাগের ওই ক্যাম্প ভাঙচুর করেছে বলে জানা গেছে।
নগাঁও জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট আধাসামরিক বাহিনী সহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা সোনিতপুরের শিয়ালীচাপড়ির বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের আরও আইনি পদক্ষেপের জন্য তেজপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহভাজন বাকি ব্যক্তিদের জন্য জুরিয়াতে একটি অনুসন্ধান অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ৷।