এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ মার্চ : কেতুগ্রামের কান্দরা গ্রামে অ্যাসিড হামলার ঘটনা ঘটনায় দোষী সাব্যস্ত আসামি সীতারাম মাঝিকে আইপিসির নতুন আইনে সাজা দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালত । আজ বুধবার দুপুরে মামলার রায়ে আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুকুমার সূত্রধর আইপিসির ৩২৬ এ ধারার অধীনে দশ বছরের কারদণ্ডের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি আক্রান্ত বাপি মাঝি তার স্ত্রী সখি মাঝিকে এক লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন ।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ৩ জুন গভীর রাতে । কেতুগ্রাম থানার কান্দরা গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা বাপি মাঝি তার স্ত্রী সখি মাঝি নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । সেই সময় পাঁচিলে উঠে জানালা দিয়ে ওই দম্পতিকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় সীতারাম মাঝি । এদিকে অ্যাসিডের জ্বালায় দম্পতি চিৎকার করে উঠলে পরিবারের লোকজন ছুটে আসে । এরপর দম্পতিকে উদ্ধার করে কান্দরা ব্লক হাসপাতালে ভর্তি করে । প্রাথমিক চিকিৎসার পর সখি মাঝিকে ছেড়ে দেওয়া হলেও তার স্বামী বাপি মাঝিকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বেশ কিছুদিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় ।
এদিকে এই ঘটনায় আক্রান্ত বাপির ভাই আশিস মাঝি ঘটনার পরের দিন কেতুগ্রাম থানায় একটি এফ আই আর রজু করে । তার অভিযোগ যে পুরনো শত্রুতার জেরেই তার দাদা ও বউদির উপর অ্যাসিড হামলা চালিয়েছে প্রতিবেশী সীতারাম মাঝি । তার অভিযোগের ভিত্তিতে সীতারামকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে জেলে পাঠানো হয় । এই মামলায় সাক্ষ্যদান করে ১১ জন । মঙ্গলবার আসামিকে দোষী সব্যস্ত করে আদালত । আজ সাজা ঘোষণা হয় । কাটোয়া মহকুমা আদালতের সরকারি আইনজীবী দেবাশিস মণ্ডলের দাবি যে এই প্রথম কোনো আদালতে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এ ধারা প্রয়োগ করা হল ।।