এই যে তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে চোখের কোণা
রামধনু রঙ জোছনা মেখে আবার শুরু স্বপ্ন বোনা।
রুক্ষ ছিল মন নদীটা সেটায় এখন শ্রাবণ ধারা
বাউল বাতাস উদাস মনের খবর রাখে তুমি ছাড়া!
কলঙ্ক ছাপ চাঁদের গায়ে সোহাগ ভরা আঁধার নিশি
আজও আমি আগের মতন বড্ড তোমায় ভালবাসি।
ভ্রান্ত আমি বিপথ-গামী ভুলচুকে যায় সব ঠিকানা
খুঁজতে থাকি চোখের মাঝে হারিয়ে গেছে সেই নিশানা।
চুক্তি ছিল সঙ্গী হয়ে একই সাথে বাঁধবো বাসা
খেয়ার তরী ভাসিয়ে দিয়ে ডুব মেরেছে স্বপ্ন আশা।
সযতনেই আগলে আমি কষ্টগুলো নিচ্ছি গিলে
ভারাক্রান্ত শরীর ও মন মরছে তারা তিলে-তিলে।
কেমন তুমি আমির মাঝে দিনের রেখা করো শুরু?
পিয়াস বাড়ে মরুর বুকে পান্থপাদপ বালি ধূ-ধূ!
এই যে তুমি হাসির ছটায় রঙ ছড়িয়ে দিচ্ছ হানা
নতুন করে হোক না শুরু আগের মতন চেনাজানা।।