এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মার্চ : পশ্চিমবঙ্গের বহু চর্চিত শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় শুনানি শেষ হল আজ বুধবার । যদিও মামলার রায়দান স্থগিত করা হয় । কিন্তু শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের । বিচারপতি স্পষ্ট ভাষায় বলেছেন,’শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে ভাল কিছু খুঁজে পাওয়া কঠিন। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত ।’
শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ এক ঝাঁক তৃণমূলের নেতা বর্তমানে জেলে । দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহাসহ একাধিক বিচারপতির এজলাসে বিচারাধীন ছিল। বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে । গত ৫ ই ডিসেম্বর থেকে প্রায় সাড়ে তিন মাস ধরে মামলা চলার পর অবশেষে আজ এই মামলার শুনানি শেষ হল ।
মামলার আবেদনকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামিমদের কথায়, ‘ঘোষিত শূন্যপদের থেকেও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে । শিক্ষক নিয়োগের নামে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। এটা সুপরিকল্পিত অপরাধ।আদালত যদি দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয় তাহলে এই অপরাধপ্রবণতা কমবে না।’ তাঁরা শিক্ষক নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ নেওয়া সমস্ত টাকা ফেরানোরও দাবি তুলেছেন । এখন বিচারক কি রায় দেন সেদিকেই নজর নিয়োগের দাবিতে আন্দোলন করা ‘প্রতারিত’ চাকরি প্রার্থীরাসহ গোটা রাজ্যবাসীর ।।