এইদিন ওয়েবডেস্ক,২০ মার্চ : উত্তরপ্রদেশের বাডাউনে ১১ ও ৬ বছরের দুই হিন্দু কিশোরকে শিরোচ্ছেদ করে খুনের ঘটনায় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে । আয়ূ্ষ ঠাকুর (১২) ও আহান (৬) নামে যে দুই শিশুকে শুধু নির্মমভাবে হত্যাই করেনি বরঞ্চ তাদের রক্ত পর্যন্ত পান করেছিল ঘাতকরা । ঘটনার অন্যতম আসামি মোহাম্মদ সাজিদ শেখকে এনকাউন্টারে খতম করেছে ইউপি পুলিশ । অপর ঘাতক মোহাম্মদ জাভেদ পলাতক । পুলিশ তার সন্ধান চালাচ্ছে । জানা গেছে, ঘাতকরা তিন ভাই । সাজিদ বড়, জাভেদ মেজ, মুনাজিত ছোট । সেলুন চালাত জাভেদ ও সাজিদ। আয়ূ্ষ ঠাকুর (১২) ও আহান (৬) নামে যে দুই শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বাড়ির কাছেই সাজিদ-জাভেদের সেলুন ছিল । যদিও মঙ্গলবার রাত নটা নাগাদ হত্যাকাণ্ডের ঘটনার পর ঘন রসের শিকার হয় তাদের সেলুনটি । ক্ষিপ্ত জনতা তাদের সেলুনে আগুন ধরিয়ে দেয় । এদিকে ঘটনার উদ্দেশ্য জানতে দুই ঘাতকের বাবা ও কাকাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
এই ঘটনার বিবরণ দিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বুদ্ধিজীবী ইমতিয়াজ মেহমুদ নিজের সম্প্রদায়ের প্রতি তীব্র ভিনা প্রকাশ করে বলেছেন, ‘ওরা হিন্দু ও খ্রিস্টানদের সাথে সন্ত্রাস না করে থাকতে পারে না’। আজ নিজের এক্স হ্যান্ডেলে ইমতিয়াজ মেহমুদ লিখেছেন, ‘দুই প্রতিবেশীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। মুসলমানরা প্রতিবেশী হিন্দু মহিলার বাড়িতে গেল তিনি অতিথিদের জন্য চা বানাতে গেলেন। তারা বাইরে থেকে দরজা বন্ধ করে তার বাচ্চাদের ওপর হামলা চালায়। তারা দুই শিশুর গলা কেটে রক্ত পান করে ।দুই ভাই আয়ুষ (১১) ও আহানের (৬) গলা কেটে হত্যা করেছে সাজিদ শেখ ও জাভেদ নামে ২ জন। পুলিশ এসে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজন এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছেন।’ এরপর তিনি স্বজাতীয়দের উদ্দেশ্যে লেখেন, ‘তারা হিন্দুদের সন্ত্রাস না করে তাদের সাথে থাকতে পারে না।ইহুদিদের সাথে সন্ত্রাস না করে তারা তাদের সাথে থাকতে পারে না । তারা খ্রিস্টানদের ভয় না দেখিয়ে তাদের সাথে থাকতে পারে না। নাস্তিকদের সাথে সন্ত্রাস না করে তাদের সাথে থাকতে পারে না।’
এদিকে এত নিশংস ঘটনার পরেও নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি । সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ লেখা হয়েছে যে বিজেপি রাজ্যে দাঙ্গা তৈরি করে নির্বাচনে জিততে চায়। বিজেপির ইশারায় অবাধে ঘুরে বেড়াচ্ছে গুন্ডারা । সমাজবাদী পার্টি লিখেছে,’বিজেপি ইউপিতে দাঙ্গা ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনে জিততে চায়। এ কারণে তিনি নিজেই এই ধরনের ঘটনা ঘটিয়ে জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছেন। এরই ফলশ্রুতিতে বাদাউনের ঘটনা। জনগণের আসল ইস্যুতে বিজেপি যখন হেরে গেছে, তখন ধর্মীয় বিবাদ, ধর্মীয় লড়াইই বিজেপির শেষ অস্ত্র। বিজেপির নির্দেশে অনেক গুন্ডা ও দুষ্কৃতী অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং বিজেপির নির্দেশে এমন ঘটনা ঘটাচ্ছে, যার ফলে সমাজে মারামারি বাড়ছে।’
সমাজবাদী পার্টির এই টুইটের প্রতিক্রিয়ায় বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী পাল্টা আক্রমণ করে বলেছেন যে বাদাউনের ঘটনায় সমাজবাদী পার্টি সস্তা রাজনীতি করছে। এসপি ক্ষমতায় থাকলে অপরাধীদের রক্ষা করা যেত, যেখানে যোগী সরকারে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি বাদাউনের ঘটনায়ও দোষীর বিরুদ্ধে সম্পূর্ণ কঠোরতা নেওয়া হয়েছে ।।