এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মার্চ : গুরুতর অসুস্থ টলিউডের ৮২ বছর বয়সী অভিনেত্রী লিলি চক্রবর্তী । জি-বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র ঠাম্মি ‘হেমনলিনী’ দেবীর ভূমিকায় অভিনয় করা ওই বর্ষীয়ান অভিনেত্রীকে। দত্ত বাড়ি থেকে হঠাৎই ঠাম্মি নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন অনুরাগীরা । অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
তাঁর হাই ব্লাড সুগার রয়েছে । আগে থেকেই তাঁর ফুসফুসের সমস্যা ছিল । অল্প পরিশ্রমেই তিনি হাঁপিয়ে যান । এই সমস্ত সমস্যার কারনে তিনি ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী । বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। তবে এখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা গেছে । তবে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে হোলির শ্যুটিং হয়ে গেলে তিনি ‘নিম ফুলের মধু’র সেটে ফিরবেন ।
সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের সমসাময়িক লিলি চক্রবর্তী । ৬০ ও ৭০-এর দশকে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেলেন তিনি । লিলি চক্রবর্তীর অভিনয় করা কিছু উল্লেখযোগ্য বাংলা চলচিত্র হল ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিসটেন্ট’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানু পেল লটারি’ প্রভৃতি ।।