এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৬ জুন : বাইক চুরি চক্রের ৩ পান্ডাকে গ্রেফতার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সেখ সাইন,আবুল সেখ ও অভিজিত রায় । ধৃতদের জেরা করে ১৪ টি চোরাই বাইক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । রবিবার ধৃতদের আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ।
বিগত বেশ কিছুদিন ধরেই দুবরাজপুর থানা এলাকায় একের পর এক বাইক চুরির ঘটনা ঘটতে থাকে । বাইক মালিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ । পুলিশ সুত্রে খবর,শনিবার সোর্স মারফত পুলিশ জানতে পারে কয়েকটি চোরাই বাইক দুবরাজপুর থানার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা সেখ সাইন,আবুল সেখের বাড়িতে রয়েছে । খবর আসতেই দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে হানা দেয় । তারপর বেশ কয়েকটি বাইকসহ ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ।
জানা গেছে, ধৃতদের জেরা করে পুলিশ খয়রাশোল থানার চাপলা গ্রামের বাসিন্দা অভিজিত রায়ের নাম জানতে পারে । ওইদিন রাতেই অভিজিৎকে পুলিশ গ্রেফতার করে । তারপর ধৃতদের জেরা করে শনিবার দিনভর ও রবিবার সকাল পর্যন্ত ১৪ টি চোরাই বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,এই ঘটনায় একটি বড়সড় চক্র কাজ করছে । দলের বাকিদের হদিশ পেতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।