এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৯ মার্চ : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গেঁরাই গ্রামের এক কৃষক পরিবারের বিঘাদেড়েক কৃষিজমি জোর করে দখলের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে ।এই ঘটনায় নাম জড়িয়েছে আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালনের । ইব্রাহিম মোল্লা ও ইউসুফ মোল্লা এনিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । তাদের অভিযোগ মূলত তৃণমূল নেতা আব্দুল লালনের বিরুদ্ধে । তাদের অভিযোগ যে লালন গায়ের জোরে জমিটি দখল করে নিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে আব্দুল লালন দাবি করেছেন ওই জমিটি আদপে মসজিদের সম্পত্তি।
জানা গেছে,আউশগ্রামের ভাতকুণ্ডা থেকে মানকর যাওয়ার সড়কপথের পাশে গেঁরাই ও বিষ্ণুপুর গ্রামের মাঝামাঝি এলাকায় রয়েছে ওই জমিটি । ইব্রাহিম মোল্লা ও ইউসুফ মোল্লা জানিয়েছেন গেঁরাই মৌজার ৩৬ দাগ নম্বরের ওই দেড়বিঘা জমি তারা বংশ পরম্পরায় ভোগদখল করে আসছিলেন । নিয়মিত চাষবাসও করতেন তারা । কিন্তু সোমবার আব্দুল লালন লোকজন সঙ্গে এনে জমিতে জোর করে চাষ দিয়ে দখল করে নিয়েছে। বাড়ির মহিলারা বাধা দিতে গেলে তাদের অশালীন ভাষায় কথা বলার পাশাপাশি হুমকিও দেখায় বলে অভিযোগ তাদের ।
যদিও আব্দুল লালনের পালটা দাবি, মসজিদের অধীনে প্রায় ৬৫ বিঘা সম্পত্তি রয়েছে,কিন্তু জমিগুলির মালিকের নাম পরিবর্তন হয়নি,যেকারণে সেগুলি পুরনো মালিকের নামেই রেকর্ড রয়েছে। কিন্তু ইব্রাহিম মোল্লারা মসজিদের জমিটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। গ্রামবাসীরা তা রুখে দিয়েছে ।।