এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ মার্চ : নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) এর উপর স্থগিতাদেশ চেয়ে ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ,ইসলামি রাজনৈতিক দল এআইএমআইএম, কেরালার সিপিএম সরকারসহ একাধিক সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ এই পিটিশনগুলির শুনানি করেছিল । ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের পক্ষ থেকে দায়ের করা আবেদনে অনুপ্রবেশকারী মুসলমানদের সুরক্ষা চাওয়া হয়েছিল । আইইউএমএল শরণার্থী মুসলিমদের নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেছিল । মুসলিম লীগের পক্ষ থেকে আইনজীবী কপিল সিবাল আদালত থেকে সিএএ নিষিদ্ধ করার দাবি করেছিলেন। কিন্তু সিএএ এর উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট ।
পরিবর্তে আবেদনগুলির ভিত্তিতে কেন্দ্র সরকারকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।মামলার পরবর্তী শুনানি হবে ৯ এপ্রিল । আজকের শুনানিতে প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সরকার পক্ষের কৌঁসুলি হিসাবে মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা ।।