এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ মার্চ : ফের একবার সংবাদের শিরোনামে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা। শোনা যাচ্ছে যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে রায়বেরেলি থেকে টিকিট দিতে পারে । সোমবার বিজেপির সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ওড়িশা, উত্তরপ্রদেশ ও হরিয়ানার ২৫টি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা হবে । আর তখনই নূপুর শর্মার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে বলে খবর । শনিবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশে ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ৪ জুন প্রকাশিত হবে।
নুপুর শর্মা, পেশায় একজন আইনজীবী, ২০১৫ সালে প্রথমবারের মতো লাইমলাইটে এসেছিলেন যখন বিজেপি তাকে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করেছিল, যদিও তিনি নির্বাচনে ৩১ হাজারেরও বেশি ভোটে হেরেছিলেন।
নূপুর শর্মা একটি টিভি শো চলাকালীন ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে মক্তব্য করার পরই কানপুরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিতর্ক বেড়ে যায় । পশ্চিমবঙ্গ সহ দেশের একাংশের কট্টরপন্থীরা হিংসাত্মক বিক্ষোভ দেখাতে শুরু করে । ক্রমবর্ধমান বিতর্ক দেখে নূপুর শর্মাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় বিজেপি।
১৯৮৫ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণকারী নূপুর দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এরপর তিনি ঢাবি থেকে এলএলবি করেন এবং তারপর লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ভর্তি হন আইনে মাস্টার্স করতে।
নূপুর শর্মা তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন এবিভিপি থেকে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিও ছিলেন। তিনি ২০০৮ সালে এবিভি থেকে ছাত্র ইউনিয়ন নির্বাচনে জয়ী একমাত্র প্রার্থী ছিলেন। ২০১০ সালে বিজেপির যুব মোর্চায় সক্রিয় হন নুপুর শর্মা। নবীকে নিয়ে মন্তব্যের পর দেশ ও বিদেশের ইসলামি কট্টরপন্থীরা তাকে প্রাণে মারার হুমকি দিতে শুরু করলে নূপুর শর্মার নিরাপত্তা বাড়ানো হয় । তবে তথাকথিত সেকুলাররা ছাড়া বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি মানুষ তাঁর পাশে এসে দাঁড়ায় । হিন্দুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিজেপি নেত্রী নূপুর শর্মার । আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই ইউপির রায়বেরেলিতে কংগ্রেস নেত্রী সোনীয়া গাঁধীর বিরুদ্ধে নূপুর শর্মাকে টিকিট দিতে চলেছে গেরুয়া শিবির । বিগত দু’দশক ধরে এই আসনে সাংসদ রয়েছেন সোনিয়া । কিন্তু এবারের মোদী ঝড় ও নূপুর শর্মার মত একজন জনপ্রিয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়ে সোনিয়া তার গড় ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার বিষয় ।।