এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মার্চ : কয়েক মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালবীয়র মেয়াদ শেষ হওয়ার পর গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিজি হিসাবে নিয়োগ করা হয় রাজীব কুমারকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।কিন্তু সন্দেশখালি কান্ডের সময় ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের বিরোধী দলগুলি । বিশেষ করে বিজেপি রাজীব কুমারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি । এবারে লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন । তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিবেক সহায়কে ।
জানা গেছে ডিজিপির পদে নিয়োগের জন্য রাজ্যের কাছে তিনজন আধিকারিকের নাম চায় কমিশন । সোমবার বিকেল ৫টার মধ্যে নামের তালিকা পাঠানোর জন্য বলা হয় । সেই অনুযায়ী তিনটি নাম জমা দেয় রাজ্য। তাঁদের মধ্যে অন্যতম হলেন বিবেক সহায় । ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় সেই সময় মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক সহায় । গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল ।এবারে লোকসভা নির্বাচনের আগে তাকে রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগ করল নির্বাচন কমিশন ।।