এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,১৮ মার্চ : উত্তর ত্রিপুরার ম্যাগনোলিয়া(Magnolia)এলাকায় বাংলাদেশ সীমান্তে রবিবার বর্ডার সিকিউরিটি ফোর্সের(বিএসএফ) গুলিতে খতম হয়েছে এক বাংলাদেশি চোরাকারবারী । চোরাকারবারীদের হামলায় আহত হয়েছেন এক জওয়ান । তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে ।
বিএসএফ জানিয়েছে যে প্রায় ২৫-৩০ জন চোরাকারবারী ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল। সৈন্যরা তাদের থামানোর চেষ্টা করে । কিন্তু তারা সেই কথায় কর্ণপাত করেনি, উলটে চোরাকারবারীরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ঘিরে ফেলে ব্যাপক মারধর করতে শুরু করে ।
তখন নিজের জীবন ও সরকারি সম্পত্তির জন্য আসন্ন বিপদ টের পেয়ে ওই বিএসএফ জওয়ান ১ পিএজি রাউন্ড গুলি চালায়, যাতে একজন চোরাকারবারী আহত হয় এবং বিএসএফ তাকে আটক করে । এই ঘটনায়, একজন বিএসএফ জওয়ান তার কপালে গুরুতর আঘাত পেয়েছিলেন এবং তাকে নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। নিহত বাংলাদেশি নাগরিকের নাম ২৩ বছর বয়সী সাদ্দাম হোসেন হিসাবে চিহ্নিত করা হয়েছে । তাকেও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে বিএসএফ ।।