সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কামারপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে রাস্তার গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে । অভিযোগ যে ভাতার ব্লকের বনপাস কামারপাড়া পঞ্চায়েতের চাঁদাই গ্রামের রাস্তার ধারের বেশ কিছু অপরিনত গাছ প্রকাশ্য দিবালোকে কেটে ট্রাক্টরে চাপিয়ে পাচারের চেষ্টা করা হয় আজ রবিবার দুপুরে । এনিয়ে চান্দাই গ্রামের ঘোষ পাড়ার বাসিন্দা ছোটন কুমার ঘোষ নামে জনৈক গ্রামবাসী ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গাছের কাটা গুঁড়ি বোঝাই ট্রাকক্টরটি আটক করেছে বলে জানা গেছে ।
ছোটন ঘোষের অভিযোগ,’আজ দুপুরে চাঁদাই গ্রামের রাস্তা দিয়ে আসার সময় আমি দেখি যে গৌতম কর্মকার ওরফে বাপ্পা রাস্তার ধারে লাগানো অপরিণত ছোট ছোট গাছগুলি কাটাচ্ছে । এই দেখে আমি প্রতিবাদ করি । তখন বাপ্পা বলে, ‘বেশ করেছি গাছ কেটেছি,বিক্রি করবো, যা করার আছে করে নিস।’ তিনি জানান যে এরপরেই তিনি ভাতার থানার দ্বারস্থ হন এবং পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানান । তার অভিযোগের ভিত্তিতেই ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ এসে গাছ বোঝাই ট্রাক্টরটিকে থানায় আটক করে বলে জানান তিনি ।
বনপাস পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েত শিল্প পরিকাঠামোর সঞ্চালক শুভদীপ মণ্ডল ঘটনা প্রসঙ্গে বলেছেন,’কেউ বেআইনি কাজ করে থাকলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক ।’।