এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ মার্চ : সদ্য চাকরি ছেড়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় । মিলেছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার টিকিটও । তৃণমূল তাকে মালদহ উত্তরে প্রার্থী করেছে । আর নির্বাচনী প্রচারে গিয়ে ‘গরমাগরম ডায়লগবাজি’ শুরু করে দিয়েছে প্রাক্তন ওই পুলিশ কর্তা । ‘খেলা হবে’ শ্লোগান দিয়ে নির্বাচন কমিশনকে ‘চমকানোর’ অভিযোগ উঠেছে মালদহ উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ।
তৃণমূল প্রার্থীর বক্তব্যের ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় ইনচার্জ অমিত মালব্য । তিনি লিখেছেন,’প্রসূন বন্দ্যোপাধ্যায়, উত্তর মালদার ‘রঙিন’ টিএমসি প্রার্থী এবং প্রাক্তন পুলিশ অফিসার, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন। তিনি বলেন, “আমি সকল বিএসএফ, আধাসামরিক বাহিনীকে আইনের মধ্যে থাকতে বলছি। আমরাও আইনের মধ্যে থাকব। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। আধাসামরিক বাহিনী ভয় দেখানোর চেষ্টা করলে আমি এখানে আছি। “ম্যা হুঁ না”। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে স্কুলে বসিয়ে রাখতে হবে। তাদের জল দিন। তাদের অবহেলা করবেন না। শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছেন। বুট, একে ৪৭,এস এল আর-এর কোন ব্যবহার নেই। শুধু বলুন আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় ডাকছি। আধঘণ্টার মধ্যে ঢুকছে সে। সে সব আইন বুঝবে। পর্যবেক্ষক সব বুঝতে পারবে।’
তিনি আরও লিখেছেন,’প্রসূন, যিনি আইপিএস ছেড়েছেন এবং পরের দিন টিএমসিতে যোগ দিয়েছেন, লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে, এখন ভারতের নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন। একজন পুলিশ অফিসার হয়ে তিনি কী করেছেন তা কল্পনা করা যায় ! তিনি পশ্চিমবঙ্গ পুলিশের প্রকৃত চেহেরার উদাহরণ ।’
হরিশচন্দ্রপুরে উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এলাকায় প্রচারে গিয়েছিলেন । আর প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতো চমকাতে শুরু করে দিয়েছেন । দলীয় কর্মীদের আশ্বস্ত করে ‘ম্যায় হুঁ না’ বলে সব শেষে তিনি ‘খেলা হবে’ শ্লোগান দেন । যা ঘিরে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি ।।