এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মার্চ : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে প্রায়ই ট্রোলের শিকার হতে দেখা যায় । দিন কয়েক আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘দূর্নীতিবাজ’ বলে সম্বোধন করে একটি পোস্ট করলে নেটিজেনরা কুণালকে কার্যত তুলোধোনা করেন । এবারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে না দাড়ানোর পরামর্শ দিয়ে ফের ট্রোলের শিকার হলেন কুণাল ঘোষ ।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি তাকে টিকিট দিতে পারে বলে জল্পনা চলছে । ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে । কুনাল ঘোষ একপ্রকার নিশ্চিত যে তমলুক থেকে তৃণমূলই জিতবে । তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ দিয়ে আজ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি ।
ওই পোস্টে কুণাল লিখেছেন, ‘শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়,পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ।আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না।তমলুকে তৃণমূল কংগ্রেস জিতবে। দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।’
এদিকে এই পোস্টের পরে কুনাল ঘোষকে কার্যত তুলোধুনো করেছেন নেটিজেনরা । কট্টর ভারতীয় নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘চোর চিটিংবাজ জ্ঞান দিচ্ছে ।’ সায়ন চক্রবর্তী লিখেছেন, ‘আজকাল চোর চিটিংবাজ ও বিচারপতিকে জ্ঞান দেয় ।’
বলাই পালের প্রতিক্রিয়া, ‘খেলা শুরু হয়নি তার আগেই ভিক্ষা ?’ অলোক মাইতি নামে এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ‘প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীকে ভয় পাচ্ছেন ?’ শুভম দাসের প্রতিক্রিয়া, ‘একজন শিক্ষিত বাত্তিত্ব রাজনতিতে পা রাখছে সেটা বোধহয় সহ্য হচ্ছে না,কারণ তা সবার কাছেই স্পষ্ট আপনাদের আজ যা ভোটের সংখ্যা পুরোটাই আশিক্ষায় ছয়লাপ।রাজনীতিতে শিক্ষিত ব্যাক্তির বড়োই অভাব।কোনো নির্দিষ্ট পার্টির পক্ষে নই,নবীন শিক্ষিত প্রজন্মকে রাজনীতির দরবারে আসার উৎপ্রেরক উনি,ধন্যবাদ।’
তবে কুনাল ঘোষ যতই আত্মবিশ্বাসী হন না কেন সাম্প্রতিক কালের সংবাদ মাধ্যমের সমীক্ষাগুলিতে ভিন্ন চিত্র উঠে আসছে । দিন কয়েক আগে টাইমস নাউ এর একটি সমীক্ষায় ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বিজেপি এ রাজ্যে ২৫ টি আসন পাবে । টিভি৯, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষাতেও বিজেপির ভালো ফলাফলের ইঙ্গিত দেওয়া হয়েছে । তাদের এই সমীক্ষা অনুযায়ী লোকসভা ভোটে এ রাজ্য থেকে বিজেপি ২৬ টি আসন পাবে । কংগ্রেস ও সিপিএম জোট খাতায় খুলতে পারবেনা । তৃণমূলের আসর নেমে দাঁড়াবে ১৬ তে ।।