এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ মার্চ : নাগরিকত্ব সংশোধনী আইনকে (সিএএ) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএআইএম) প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি । শনিবার এনিয়ে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন ।ওয়াইসি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার নির্বাচন থেকে লাভবান হওয়ার অভিপ্রায়ে চার বছর পরে সিএএ কার্যকর করেছে ।
রাষ্ট্রপতি ২০১৯ সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার কর্তৃক বাস্তবায়িত এই আইনটি অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করে যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে কোনো নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। এই তিনটি দেশে ধর্মীয় কারনে নৃশংসতার শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন যে নাগরিকত্ব (সংশোধন) বিধি-২০২৪ সিএএ-২০১৯ আইনের অধীনে যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার অনুমতি দেবে ।
কিন্তু ওয়াইসি তাৎক্ষণিক রিট পিটিশনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ এবং সংশোধনী বিধি,২০২৪-এর বাস্তবায়ন স্থগিত করার নির্দেশ জারি করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন ।।