এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,১৬ মার্চ : গ্যারেজের মধ্যে ইফতারের আয়োজন করা হয়েছিল । ফল-মিষ্টির পাশাপাশি সকলকে শরবত দেওয়া হয়েছিল । কিন্তু ওই শরবত যে ব্যাটারির অ্যাসিড জল দিয়ে তৈরি করা হয়েছে তা কেউই খেয়াল করেনি । আর ক্ষুধার্ত মানুষ তা পান করার পর একে একে অসুস্থ হতে থাকে । বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই ঘটনার পর গুরুতর অসুস্থ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয় । নুরুল হাকিম (১৮),নুরুল বশর (৩২), আব্দুল কাদের (৩২) ও ইসহাক আহমদ (৬২) নামে ওই চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হাকিম বলেন, ‘বুধবার রাতে দোকানের মালিক এক শিশু কর্মচারীকে পরের দিন বৃহস্পতিবার ইফতারের সময় শরবত তৈরি করার জন্য এক বোতল জল পাশের দোকানে ফ্রিজে রাখতে বলেন। শিশুটি ভুল করে টমটমের (ইজিবাকইক) ব্যাটারির জল ফ্রিজে রেখে দিয়ে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে শরবত তৈরির জন্য ফ্রিজে রাখা বোতলটি আনা হয়। পরে সেই জল দিয়ে শরবত তৈরি করা হয়। ইফতারের সময় আমরা ওই শরবত পান করে অসুস্থ হয়ে পড়ি।’
জানা গেছে,ইফতারে অংশ নেওয়া ৪ জন সামান্য শরবত পান করার পর থেকেই বুক জ্বালা, ও বমির উপসর্গ শুরু হয় । স্থানীয়রা তাদের উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে ৪ জনকেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।