এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৬ মার্চ :সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজকে উদ্ধার করতে যুদ্ধজাহাজ ও সামরিক টহল বিমান (এলআরএমপি) মোতায়েন করেছে ভারতীয় নৌসেনা । শুক্রবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করার পর জাহাজের নাবিকদের অবস্থা নিশ্চিত করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে এলআরএমপি। তবে জাহাজ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’
এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এখন সোমালিয়ার গদবজিরান উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে । বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১টার দিকে জাহাজটি সোমালিয়ার গ্যারাকাদ উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা ছিল। পরে সন্ধ্যার দিকে উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়। শুক্রবার আবারও নোঙর তুলে জাহাজটিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।
মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টায় ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি নাগরিক ।জলদস্যুরা এখন বাংলাদেশের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে ।।