এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,১৫ মার্চ : পড়ুয়াদের শাসন করার অপরাধে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের একটা স্কুলে হামলার ঘটনা ঘটেছে । কিছু অভিভাবক এসে স্কুলের শিক্ষকদের বাঁচাতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় । তখন দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় । আজ শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আউশগ্রামের শিবদা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে । উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী । তবে পুলিশকে দেখেই চম্পট দেয় হামলাকারীরা । এ নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে । পুলিশ হামলাকারীদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,শিবদা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে ১২৭ জন ছাত্রছাত্রী এবং ৪ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন । প্রধানশিক্ষক অপূর্ব মণ্ডল জানান, একজন শিক্ষক ছুটিতে রয়েছেন । সেই কারনে তিনি ওই সময়ে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের খেলাধুলা করতে বলেন । সেই মত পড়ুয়ারা যখন খেলাধুলা করছিল তখন ওই ক্লাসেরই চারজন পড়ুয়া অন্যান্য সহপাঠীদের ব্যাগ থেকে পেন পেন্সিল বের করে নেয় । যদিও পরে সেগুলি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং ওই চার পড়ুয়ার অভিভাবকদের পরের দিন স্কুলে এসে দেখা করার জন্য তাদের বলে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রের খবর, আজ স্কুলের ছুটি হয়ে যাওয়ার পর ওই চার পড়ুয়া বিষয়টি বাড়িতে গিয়ে বললে তাদের পরিবারের ১৫-২০ জন সদস্য স্কুলে এসে হামলা চালায় । তারা প্রধান শিক্ষককে একটা ঘরে আটকে রেখে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ । এই দেখে আশপাশের বাড়ির লোকজন ও জড়ো হয়ে যায় । তারা প্রধান শিক্ষককে বাঁচানোর জন্য ছুটে আসেন । তখন দু পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় । পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ন হয়ে ওঠে যে স্কুলে ছুটে আসেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুব্রত মণ্ডল, আউশগ্রামের থানার আইসি আব্দুর রব খান । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার ছড়িয়ে পড়ে এলাকায় ।।