এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৫ মার্চ : রাজ্যে সিপিএমের রাজত্বকালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ । তারপরে অকুত সম্পদের মালিক এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ‘ত্রাস’ এক সময়ের ট্রেকার চালক শেখ শাহজাহানের দ্রুত উত্থানের কাহিনী হিন্দি সিনেমার সাসপেন্স থ্রিলারকেও হার মানাবে । শাহজাহানের বিরুদ্ধে উঠেছে খুন,ধর্ষণ,গণধর্ষণ,জোর করে জমি জায়গা দখল করে মাছের ভেড়ি ও মার্কেট বানানোর মতো গুরুতর সব অভিযোগ ৷ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের স্নেহধন্য হওয়ায় এতদিন তার টিকিও ছুইতে পারেনি পুলিশ । কিন্তু রেশন দুর্নীতি মামলা তদন্তে গিয়ে ইডির আধিকারিকদের উপর হামলা চালানোর পর শাহজাহানের কীর্তি একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে ।
তৃণমূল নেতা শেখ শাহজাহানের প্রকৃত সম্পদের পরিমাণ কত তার এখনো আনুষ্ঠানিকভাবে কোন হিসাব পাওয়া যায়নি । তবে বৃহস্পতিবার হানা দিয়ে শাহজাহানের দুটি বিলাসবহুল গাড়িকে বাজেয়াপ্ত করেছে ইডি । সরবেড়িয়ায় শাহজাহান ঘনিষ্ঠ তথা সন্দেশখালির পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ-সভাপতির মোসলেম শেখের বাড়িতে হানা দিয়ে তার গোডাউনে লুকিয়ে রাখা ওই গাড়ি দুটির সন্ধান পাওয়া যায় বলে জানা গেছে ।
বর্তমানে সিবিআই-এর হেফাজতে রয়েছে শেখ শাহজাহান । সিবিআই ও ইডি তাকে ম্যারাথন জেরা করে যাচ্ছে । তবে তার কাছ থেকে তুই কি ধরনের তথ্য বেরিয়ে এসেছে তা এখনো স্পষ্ট নয় । রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শাহজাহানের ভূমিকা কি ছিল ইডি তা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি । তবে আসন্ন লোকসভা নির্বাচনে শেখ শাহজাহান যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের যে বিড়ম্বনার কারণ হবে তা এক প্রকাশ স্পষ্ট হয়ে গেছে । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে দুটি ইস্যু – প্রথমতঃ দুর্নীতি এবং দ্বিতীয়তঃ শেখ শাহজাহান,তাঁদের প্রচারের প্রধান অঙ্গ হবে ।।