শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জুন : বিধানসভা ভোটের ফল ঘোষনার দিন বিজেপি-তৃণমূলের মধ্যে একপ্রস্থ অশান্তি হয়েছিল । তখন বিজেপি কর্মীরা মিলে স্থানীয় এক তৃণমূল কর্মীকে দু’চার ঘা মারধরও করে বলে অভিযোগ । তারপর ফল ঘোষণা হতেই পালটা হামলার আশঙ্কায় গ্রাম ছাড়া হয়ে যান পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার স্বর্ণচালিদা গ্রামের জনা পঞ্চাশেক বিজেপি কর্মী । তখন থেকে তাঁরা এলাকা ছাড়াই ছিলেন । রবিবার ওই সমস্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরালেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী । সপরিবারে ঘরছাড়া এক বিজেপি কর্মীর তালাবন্ধ বাড়ির তালা এদিন নিজের হাতে খুলে দিতে দেখা যায় বিধায়ককে । পাশাপাশি তিনি সকলকে নির্ভয়ে বসবাস করার আশ্বাস দেন ।
প্রসঙ্গত,বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ঘরছাড়া হয়ে যাওয়ার খবর পাওয়া যেতে থাকে । পুলিশ প্রশাসনের তরফ থেকে তাঁদের ঘরে ফেরার আহ্বান জানানো হলেও অনেকে আতঙ্কে ঘরে ফেরেননি । একই চিত্র দেখতে পাওয়া যায় ভাতার বিধানসভা এলাকাতেও । ভাতারের স্বর্ণচালিদা, নবাবনগরসহ বিভিন্ন গ্রামের বহু বিজেপি কর্মী ভোটের ফল ঘোষণার পরেই আতঙ্কে ঘরছাড়া হয়ে পড়েন । তবে বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই এলাকার ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরে আসার আহ্বান জানান মানগোবিন্দবাবু । এনিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে উদ্যোগীও হতে দেখা যায় । এদিন মূলত তাঁর উদ্যোগেই স্বর্ণচালিদা গ্রামের ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরে আসেন ।
এদিন পুলিশ ও স্থানীয় একাধিক তৃণমূল নেতাদের উপস্থিতিতে প্রতিটি বিজেপি কর্মীকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তিনি বলেন, ‘ভোটের ফল ঘোষণার দিন স্বর্ণচালিদা গ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী ভূবন ঘোষ কে মারধর করে বিজেপির কর্মী-সমর্থকেরা । যার ফলে তাঁরা ভয়ে গ্রাম ছাড়া ছিলেন । যদিও আমাদের দলের কর্মী সমর্থকরা ওদের মারধর করেনি বা হুমকি দেখায়নি । এরকম প্রায় ৫০ জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরানো হলো ।’ পাশাপাশি তিনি এলাকার সকল ঘরছাড়াদের অবিলম্বে ঘরে ফিরে আসার আহ্বান জানান । ভাতারের বিধায়কের এই উদ্যোগে খুশি ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের লোকজন ।।