এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ মার্চ : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮টি ওভার দ্য টপ (OTT) প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (গুগল প্লে স্টোরে ৭ টি, অ্যাপল অ্যাপ স্টোরে ৩ টি) এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে । সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ১৬টি এক্স হ্যান্ডেল এবং ১২টি ইউটিউব চ্যানেল । ওই সমস্ত প্ল্যাটফর্মগুলি অশ্লীল সামগ্রী পরিবেশন করছিল ৷ তাদের কেউ কেউ পর্নোগ্রাফিক কনটেন্টও পরিবেশন করছিল । পর্নোগ্রাফিক কন্টেন্ট পরিবেশনের জন্য বন্ধ করা ওটিটি প্ল্যাটফর্মের নাম হল Dreams Films, Woovi, Yesma, Uncut Adda, Tri Flix, X Prime, Neon, Hot Shots VIP, Fugi, Chikuflix এবং Prime Play।
মন্ত্রক বলেছে যে এই প্ল্যাটফর্মগুলিতে পরিবেশিত ভিডিওগুলি বেশ অশ্লীল ছিল। এতে নারীদেরকে অত্যন্ত অপমানজনকভাবে দেখানো হয়েছে। এছাড়াও, এই প্ল্যাটফর্মগুলিতে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এবং একই পরিবারের পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন সম্পর্ক দেখানো হয়েছিল। এর মধ্যে যৌন সম্পর্ককে বড় পরিসরে দেখানো হয়েছে, যার সঙ্গে সিনেমা ইত্যাদির কোনো সম্পর্ক নেই।তথ্য প্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭এ মোতাবেক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।।