এইদিন স্পোর্টস নিউজ,১৪ মার্চ : উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দুই লেগ শেষ হয়েছে। সেরা আটটি দল পাড়ি দিয়েছে শেষ ষোলোর রাউন্ড। কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল।
শেষ ষোলোর দুই লেগের ম্যাচগুলোতে টানটান উত্তেজনাপূর্ন ছিল । একের পএ এক দারুণ সব রেকর্ডও হয়েছে । কিন্তু মঙ্গলবার রাতে যে দুটি রেকর্ড হয়েছে সেটি টুর্নামেন্টের ইতিহাসে বিরল। প্রথম রেকর্ডটি হয় বার্সেলোনার। প্রতিযোগিতার নক আউট পর্বের ইতিহাসে প্রথমবার শুরুর একাদশে ১৭ বছর বা এর কম বয়সী দুজন ফুটবলারকে দেখা গেল।
বার্সার সেই দুজন ফুটবলার হচ্ছেন ১৭ বছর বয়সী পাউ কুবারসি ও ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল। নাপোলির বিপক্ষে ম্যাচটা ৩-১ গোলে জিতেছিল জাভি হার্নান্দেজের দল। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থাকায় বার্সা চার বছর পর উঠেছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। যেখানে অবদান আছে কুবারসি ও ইয়ামালের। দুজনই কাতালানদের একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন।
ওই রাতের অন্য ম্যাচে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটি প্রথম লেগের ম্যাচে একই ব্যবধানে হেরেছিল। দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকে। যেখানে আর্সেনাল জেতে ৪-২ গোলে। ২০১৬ সালের পর এবারই প্রথম শেষ ষোলোর কোনো ম্যাচের নিষ্পত্তি হলো পেনাল্টি শ্যুট আউটে।
পেনাল্টিতে বাজিমাত করে ১৪ বছরের অপেক্ষার অবসান করল আর্সেনাল। অথচ এর আগে সাতবার শেষ ষোলোর রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। ২০১০ সালে শেষবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়েছিল উত্তর লন্ডনের ক্লাবটি। অবশেষে মিকেল আর্তেতার অধীনে সুদিন ফেরাল ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।
অবশ্য পোর্তো বিদায় নিলেও বিরল এক কীর্তির মালিক হয়ে গেলেন দলটির ডিফেন্ডার পেপে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বুড়ো ফুটবলার হিসেবে পুরো দুই ঘণ্টার ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা। ৪১ বা এরচেয়ে বেশি বয়সী আর কোনো ফুটবলারের ১৮০ মিনিট ম্যাচ খেলার রেকর্ড নেই। এই রেকর্ডে পেপে-ই প্রথম ।।