এইদিন স্পোর্টস নিউজ,১৩ মার্চ : উয়েফা চ্যাম্পিয়নস লিগে অষ্টমবারের চেষ্টায় কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনাল ।
তবে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আর্সেনাল । প্রথম লেগে পোর্তোর মাঠে গিয়ে ১-০ গোলে হারতে হয়েছে । মঙ্গলবার রাতে নিজেদের দুর্গে পর্তুগিজ ক্লাবটিকে একই ব্যবধানে হারিয়েছে গানাররা। নির্ধারিত দেড় ঘণ্টার পর ফল দাঁড়ায় ১-১। অতিরিক্ত ত্রিশ মিনিটেও ভাঙেনি সমতা। ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানেই বাজিমাত। ৪-২ গোলে জেতে মিকেল আর্তেতার দল।
শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে দীর্ঘ ১৪ বছর পর টুর্নামেন্টের শেষ আটের টিকিট কাটল আর্সেনাল। এর আগে সাতবার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। তার মধ্যে বায়ার্ন মিউনিখের কাছে তিনবার এবং দু’বার বার্সেলোনার বিপক্ষে। একবার করে তাদের বিদায় করেছে এসি মিলান ও এএস মোনাকো।
অবশেষে খরা কাটল আর্সেনালের । এমিরেটস স্টেডিয়ামে বিরতির কয়েক মিনিট আগে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন লিসান্দ্রো ট্রোসার্ড। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ১২তম গোল। গোলটির উৎস মার্টিন ওডেগার্ড। এই গোলটার আর পরিশোধ করতে পারেনি পোর্তো। ওডেগার্ডও গোল করেছিলেন। যদিও গোলটা বাতিল হয়ে যায়।
অবশেষে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শ্যুট আউটে। সেখানে গোলপোস্টের নিচে দারুণ পারফর্ম করেছেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। মূলত তার সৌজন্যে টাইব্রেকারে জয় পেয়েছে আর্সেনাল। স্পট কিক থেকে স্বাগতিকদের গোলগুলো গোল করেন ওটেগার্ড, কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও ডেকলান রিস ।।