এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার রাজীব ঘোষ (৩৩)-এর আত্মহত্যার ঘটনায় তার এক সহকর্মীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম তাপস মণ্ডল । তার বাড়ি কেতুগ্রাম থানার নিরোল গ্রামে । মঙ্গলবার রাতে গ্রেফতারের পর আজ বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
কেতুগ্রামের ধাদলসা গ্রামে বাড়ি রাজীব ঘোষের । সোমবার সকালে শোবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । পাশাপাশি ঘরের বিছানার বালিশের তলা থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট । তাতেই তিনি আত্মহত্যার কারন ব্যাখ্যা করে গেছেন বলে খবর ।
পরের দিন মৃতের স্ত্রী রিম্পা গুই(ঘোষ) কেতুগ্রাম থানায় তাপস মণ্ডলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন । অভিযোগে তিনি পুলিশকে জানান যে তার স্বামী লটারিতে ৫০ লক্ষ টাকা পুরষ্কার জিতেছিলেন। সুদে টাকা খাটানোর নাম করে তাপস মণ্ডল তার স্বামীর কাছে কয়েক দফায় ২২ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু তার স্বামী স্বামী ধারে পড়ে যাওয়ায় তাপসের কাছ থেকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বলে । কিন্তু টাকা ফেরত দেওয়ার পরিবর্তে বাড়িতে এসে তার স্বামীকে অপমানজনক কথা বলে যায় তাপস । তারপর থেকে হতাশায় ভুগছিলেন তার স্বামী । তারই জেরে তার স্বামী আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন রিম্পাদেবী । পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারে বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে একটি মামলা রজু করে তাকে গ্রেফতার করে ।।