এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৩ মার্চ : উত্তরপ্রদেশের বান্দা জেলে বন্দী মাফিয়া ডন মুখতার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বারাণসীর সাংসদ-বিধায়ক আদালত । মঙ্গলবার মুখতার আনসারিকে ৩৬ বছরের পুরনো একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় । আজ এই মামলায় সাজা ঘোষণা হয় । মুখতার আনসারীর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে । তার মধ্যে রয়েছে নন্দকিশোর রাউটা হত্যাকান্ড ও অস্ত্র আইন মামলা ।
১৯৮৭ সালের ১০ জুন মুখতার আনসারি ডাবল ব্যারেল বন্দুকের লাইসেন্স পাওয়ার জন্য গাজীপুরের ডিএম অফিসে আবেদন করেছিলেন । গাজীপুরের তৎকালীন ডিএম ও এসপির জাল স্বাক্ষরের মাধ্যমে এই লাইসেন্স নেওয়া হয়। জালিয়াতি প্রকাশ্যে আসার পরে, মুখতার আনসারি, তৎকালীন ডেপুটি কালেক্টর এবং অজ্ঞাত অন্যদের সহ পাঁচজন নামধারী ব্যক্তির বিরুদ্ধে মুহাম্মাদবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তদন্তের পরে,১৯৯৭ সালে তৎকালীন অর্ডন্যান্স ক্লার্ক গৌরীশঙ্কর শ্রীবাস্তব এবং মুখতার আনসারির বিরুদ্ধে আদালতে চার্জশিট পাঠানো হয়েছিল। বারাণসীর সাংসদ বিধায়ক আদালত আজ শুনানির পরে, মাফিয়া মুখতার আনসারিকে ভারতীয় দণ্ডবিধির ৪২৮, ৪৬৭,৪৬৮,১২০বি এবং ৩০ আইনে দোষী সাব্যস্ত করেছে ।।