এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৩ মার্চ : রাশিয়ার পশ্চিমে একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় ১৫ জন যাত্রী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানালো
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় । ১১-৭৬ বিমানটি আটজন ক্রু এবং সাতজন যাত্রী নিয়ে মঙ্গলবার ইভানোভো অঞ্চলে বিধ্বস্ত হয় । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে টেক অফের সময় বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় এই ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে । তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তদন্তকারীদের একটি দল ইভানোভোতে তদন্ত করতে গেছে। অন্যদিকে, ইভানোভোর গভর্নর স্ট্যানিস্লাভ ভসক্রেসেনস্কি বলেছেন, মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
১১-৭৬ হল একটি চার ইঞ্জিনের ভারী পরিবহন বিমান যা ১৯৭০ সাল থেকে প্রাক্তন সোভিয়েত বিমান বাহিনী এবং তারপরে রাশিয়ার পরিষেবাতে রয়েছে । চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোড অঞ্চলে ‘ইলিউশিন ইল-৭৬’ নামের একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়। যাতে কমপক্ষে ৬৪ জন বন্দী ইউক্রেনীয় সেনা নিহত হয়।।