এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ মার্চ : আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের কয়লা বোঝাই জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে । পনবন্দি এক নাবিক জানিয়েছেন জাহাজটিকে সোমালিয়ান উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী সোমালিয়ান উপকূল থেকে জাহাজটি ৫০০ নটিক্যাল মাইল দূরে রয়েছে । জাহাজটি কেএসআরএম গ্রুপের মালিকানাধীন। । কেএসআরএম গ্রুপ জানিয়েছে, এমভি আবদুল্লাহ জাহাজ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতে যাচ্ছিল। পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে ।
কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুল করিম জানান, জাহাজে থাকা ২৩ নাবিক ও ক্রুকেও পনবন্দি করে রেখেছে জলদস্যুরা। ঘটনার পর তারা ফোনে আমাদের মেসেজ পাঠিয়েছে। তবে তারা তারা নিরাপদে আছেন। কাউকে শারীরিকভাবে কোনো ক্ষতি করেনি জলদস্যুরা।তিনি আরও বলেন, বাংলাদেশি নাবিকদের একটি কেবিনের মধ্যে আটকে রাখা হয়েছে। এর আগে ২০১০ সালেও একই প্রতিষ্ঠানের এমভি জাহান মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয় ।।