এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান), ১২ মার্চ : চুরি ছিনতাইয়ের জন্য রেইকি করতে আসা ২ দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ ধৃতদের ওড়িশার গঞ্জাম জেলার আসকা থানা ধূমকুনির বাসিন্দা ওম সিদ্ধান্ত (১৯) এবং কাটোয়া থানার রামদাসপুর গ্রামের বাসিন্দা চোবেদার শেখ (৪৬) বলে চিহ্নিত করেছে । ধৃতদের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং দুটি বাইক এবং একটি মোবাইল ফোন আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে যে চুরি-ছিনতাই করা তাদের পেশা । কোথাও অপরাধ করতে যাওয়ার আগে সেখানে রেইকি করে প্রথমে । তারা রাস্তায় গাড়ি আটকে ছিনতাই অথবা সোনার দোকানগুলিকে মূলত নিশানা করে বলে পুলিশের জেরায় কবুল করেছে দুই দুষ্কৃতী ।
পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার দুপুর প্রায় আড়াটা নাগাদ মঙ্গলকোটের মুশারু বাসস্ট্যান্ডের কাছে জনাপাঁচেক অপরিচিত ব্যক্তি বাইকে চড়ে এসে নিজেদের মধ্যে ফিসফিস করে কথাবার্তা বলছিল । তখন বাসস্ট্যান্ডে ডিউটি করছিলেন একজন বাসস্ট্যান্ডে তখন ডিউটিতে ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার । তার সন্দেহ হওয়ায় ওই দলটার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু দুষ্কৃতীরা তাকে গালিগালাজ করতে শুরু করে । এই দেখে সিভিক ভলেন্টিয়ার একটু পাশে গিয়ে বিষয়টি থানায় ফোন করে জানান । কিছুক্ষণ পরেই কৈচর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটি গাড়ি সেখানে চলে আসে । এদিকে পুলিশের গাড়ি দেখে তিনজন চম্পট দেয় কিন্তু দু’জন ধরা পড়ে যায় পুলিশের হাতে । এরপর পুলিশ তাদের তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় । আজ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয় ।।