এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ মার্চ : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে । বাংলাদেশের বরিশালের একটি কালীমন্দিরে ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা । অন্যদিকে বাংলাদেশের পটুয়াখালী জেলার এক হিন্দু পরিবারের খড়ের ছাউনি দেওয়া বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ।
বাংলাদেশের সংবাদপত্র ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে জানা গেছে,বরিশালের গৌরনদী উপজেলার কাপালিপাড়া এলাকায় রবিবার ভোররাতে হিন্দু দেবী কালী মন্দিরের চারটি মূর্তি ভাংচুর করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি গৌতম দত্ত বলেন,’বেশ কিছু হিন্দু দেব-দেবীর মূর্তি ভাংচুরের আগে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি মন্দিরের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করেছিল ।’ গৌরান্দী থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে পুলিশ মন্দির পরিদর্শন করে তদন্ত শুরু করে।ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি ।
অন্যদিকে বাংলাদেশের পটুয়াখালী জেলায় অমল চন্দ্র পালের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুষ্কৃতীরা । আগুনের জেরে ঘরের যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে । এমনকি পোশাক আশাক পর্যন্ত অবশিষ্ট নেই । সবকিছু হারিয়ে কার্যত পথে বসে যায় ওই পরিবারটি । ভোর রাত দুটো নাগাদ অগ্নিকাণ্ডের বিষয় কি নজরে পড়ে বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন গৃহকর্তা । অভিযোগে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ‘মানবাধিকার সংস্থার’ কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয় । দুই ঘটনাতেই এখনো পর্যন্ত কোন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেনি বাংলাদেশের পুলিশ ।।