এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ মার্চ : সোমবার রাত থেকে দেশ জুড়ে লাগু হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারির পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তড়িঘড়ি নবান্নে সাংবাদিক সম্মেলন ডেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এনআরসি তো আমরা মানি না, আর সি এ এ লাগু করে কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে তা আমরা হতে দেব না । কোন বৈষম্য হলে আমরা তা মানবো না ।’ আজ মঙ্গলবার ফের সিএএ নিয়ে সাংবাদিক সম্মেলন করার কথা আছে মুখ্যমন্ত্রীর ।
কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বামপন্থী দলেরা যতই সিএএ-এর বিরোধিতা করুক না কেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি নাগরিকত্ব সংশোধনী আইনকে স্বাগত জানিয়েছেন । স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান সুফি ফাউন্ডেশনও ।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘ভারত সরকার সিএএ আইন প্রয়োগ করেছে। আমি এই আইনটিকে স্বাগত জানাই। এটি আরও আগে করা উচিত ছিল… সেখানে অনেক কিছু আছে। এই আইন সম্পর্কে মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে । কিন্তু এই আইনের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই। এর আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার জন্য কোনও আইন ছিল না যারা ধর্মের ভিত্তিতে নৃশংসতার মুখোমুখি হয়েছিল… তাই এই আইন করা হয়েছে । তবে ভারতীয় মুসলমান এই আইনের দ্বারা প্রভাবিত হবে না।’ এই আইন কোনো মুসলমানের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি ৷’ তিনি মুসলমানদের সিএএ নিয়ে ভুল বোঝানোর অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ।
অন্যদিকে ইন্ডিয়ান সুফি ফাউন্ডেশন এর সভাপতি কাশিশ ওয়ার্সি(Kashish Warsi) ভারতের মুসলমানদের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলির পাতা ফাঁদে পা দেবেন না । ওদের কোন রকম প্ররোচনায় কান দেবেন না । ভারতের প্রত্যেক মুসলমানের উচিত সিএএকে স্বাগত জানানো।’
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমন একটি সময়ে দেশ জুড়ে সিএএ লাগু করেছে যখন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে । যেকোনো সময়ে ভোটের নির্ঘণ্টা প্রকাশ করতে পারেন নির্বাচন কমিশন । চালু হয়ে যেতে পারে আদর্শ আচরণবিধি । এই অবস্থায় বিজেপিরল বিরোধী রাজনৈতিক কোন দল সিএএ নিয়ে প্রকাশ্য মন্তব্য করলেই আদর্শ আচরণবিধির আওতায় পড়ে যাবেন । এর আগে সিএএ নিয়ে পশ্চিমবঙ্গ সব গোটা দেশ জুড়ে যে হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল এবারের তার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।।