এইদিন ওয়েবডেস্ক,রাইসন(মধ্যপ্রদেশ), ১২ মার্চ : বরযাত্রীদের শোভাযাত্রায় ঢুকে ৬ জনকে পিষে দিল বেপরোয়া গতির একটা ট্রাক । আহত হয়েছে আরও ১০ জন । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাইসন জেলার ভোপাল-জবলপুর রোড এন এইচ -৪৫ রোডে জেলার খামারিয়া ঘাট এলাকায় । জানা গেছে,শোভাযাত্রাটি হোশাঙ্গাবাদ থেকে যাচ্ছিল রাইসনের পিপারিয়া গ্রামে । জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রার মাঝে ঢুকে যায় । ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মুখ্যমন্ত্রী মোহন যাদব ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশে, ক্যাবিনেট মন্ত্রী বিশ্বাস সারাং ভোপাল এইমস হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।।