এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ মার্চ : লোকসভা নির্বাচনের ঠিক মুখেই ফের বিপাকে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস । অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্ট গ্রুপের আর্থিক তছরুপের মামলায় তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । সোমবার একটি ইডির অফিসিয়াল হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে । ইডি লিখেছে, ‘অ্যালকেমিস্ট গ্রুপের আর্থিক তছরুপের মামলার তদন্তে এই পদক্ষেপ করা হয়েছে। ১০ কোটি ২৯ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে।’
ইডির টুইটকে রিটুইট করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছন, ‘এটা হিমশৈলের চুড়া মাত্র’ এবং আরও তদন্ত হলে এর থেকে ‘১০ হাজার গুণ বেশি টাকা উদ্ধার হবে’ । শুভেন্দু টুইট করেছেন, ‘ অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যান্যদের দ্বারা মানি লন্ডারিংয়ের অপরাধের তদন্তের সময় তোলামূল পার্টির ১০,২৯ কোটি টাকা অস্থায়ীভাবে টাকা সংযুক্ত করার জন্য ইডি-এর দিল্লি জোনাল অফিসের নেওয়া পদক্ষেপকে আমি স্বাগত জানাই৷ । কিন্তু আমার দৃষ্টিতে এটাকে ‘দুর্নীতির হিমশৈলের চুড়’ হিসেবেও অভিহিত করা যায় না। এটি নিছক একটি বরফের ঘনক। যদি ফাঁসটি সঠিকভাবে শক্ত করা হয় তবে এই পরিমাণটি কমপক্ষে ১০,০০০ দ্বারা গুণ করতে হবে ।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অ্যালকেমিস্ট মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করে ইডি। ইডির দাবি যে ওই মামলায় প্রায় ১৯০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবেই অরূপকে তলব করা হয়েছে ।
অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্ট এর মালিক রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহ। উউত্তরপ্রদেশের রাজধানী লখনউতে তার বিরুদ্ধে সিবিআই একটি এফআইআর দায়ের করেছিল।তার ভিত্তিতেই তদন্তে নামে ইডি । তদন্তে ইডি ১,৮০০ কোটি টাকার হদিশ পায় । গ্রাহকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাত করা হয়েছিল বলে অভিযোগ । বিবৃতিতে ইডি আরও দাবি করেছে,২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূলের প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, মুনমুন সেন,নুসরত জাহানদের জন্য হেলিকপ্টার সংস্থাকে ভাড়া বাবদ ১০ কোটি ২৯ লক্ষ টাকা দিয়েছিল অ্যালকেমিস্ট সংস্থা ।
কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন,’এটা চোর পার্টি। এর রেজিষ্ট্রেশন খারিজ করা উচিত । ভাইপোকে প্রেস কনফারেন্স করতে বলুন । বলেছিল,’যদি একটাও দুর্নীতি প্রমানিত হয় তাহলে এই করব, ওই করব । প্রথমে লিপস এন্ড বাউন্সের সাড়ে ৭ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল,ওটা কার কোম্পানি? আপনার ঘরের কোম্পানি । আজ টিএমসির সম্পত্তি কবজা করেছে ইডি । এটা তো অর্থ তছরুপ মামলা, পুরো প্রমানিত এরা সবাই চোর । পুরো ভ্রষ্টাচারী পার্টি । ইলেকশন কমিশনের উচিত এর রেজিস্টেশন বাতিল করা ।’।