জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১১ মার্চ : গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলাদের উদ্যোগে এবং গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি ও ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আজ সোমবার গুসকরা পুরসভার সামনে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ৩ জন ছিলেন পুরুষ। যদিও রক্তদান করার জন্য আরও অনেক মহিলা উপস্থিত ছিলেন। বিভিন্ন সমস্যার জন্য সবাই রক্তদান করতে পারেননি। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
এদিনের এই শিবিরটি কেবলমাত্র ৯ নম্বর ওয়ার্ডের মহিলা রক্তদাতাদের জন্য আয়োজন করা হয়েছিল। যদিও উৎসাহি পুরুষ রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক ডা. শ্যামল দাস, শিশু চিকিৎসক ডাঃ সুব্রত ঘোষ, গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুদীপ চ্যাটার্জ্জী, পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলার ও কর্মচারী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ-সভানেত্রী মল্লিকা চোংদার, শহর তৃণমূল সভাপতি দেবব্রত শ্যাম ও যুব সভাপতি কার্তিক পাঁজা, আপন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিশির কুমার ঘোষ, পূর্ব বর্ধমান জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সদস্য সৌগত গুপ্ত, ভাইস চেয়ারম্যান বেলী বেগম এবং চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ অন্যান্যরা।
এর আগে স্থানীয় সাংসদ অসিত মালের সাংসদ তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে একটি অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন প্রবীণ চিকিৎসক ডাঃ শ্যামল দাস। সহযোগিতা করেন ডাঃ সুব্রত ঘোষ, ডঃ সুদীপ চ্যাটার্জ্জী, ও কুশল মুখার্জ্জী। এছাড়াও রাজ্য নগর উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিচ্ছন্ন বাংলা গড়ে তোলার লক্ষ্যে গুসকরা বাসস্ট্যান্ড, পৌরসভার সন্নিকট, গুসকরা পশু হাটতলা প্রাঙ্গন ও তুরি পাড়া প্রাঙ্গনে চারটি পাবলিক শৌচালয় ও কমিউনিটি শৌচালয়ের শুভ উদ্বোধনও করা হয়। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে শহরবাসীর দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১, ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডে তিনটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল মহিলা কর্মীদের ভূয়সী প্রশংসা করে কুশল বাবু বলেন – এই রক্তদান শিবিরের আয়োজন করে সমাজের প্রতি নিজেদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন আমাদের মহিলা কর্মীরা। ওদের জন্য আমরা গর্বিত। আমি চাই একইভাবে অন্যান্য ওয়ার্ডগুলি রক্তদান শিবিরের আয়োজন করুক।।