শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১১ মার্চ : ‘বাঙালি-বিহারী বিভেদ সৃষ্টিকারী’ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে একটাও ভোট না দেওয়ার আহ্বান জানালেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা । আজ সোমবার মন্তেশ্বরে কৃষ্ণচুড়া কমপ্লেক্সে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করতে আসেন জেলা সভাপতি । তাঁর সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, মন্তেশ্বরের ৩ নম্বর মন্ডল সভাপতি ঝুলন হাজরা, জেলার অফিস কমিটির সম্পাদক আশিষ ধাড়া প্রমুখ ।
সম্প্রতি বিজেপির আইটি সেলের সর্বভারতীয় ইনচার্জ অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে কীর্তি আজাদকে নিয়ে একটি বিস্ফোরক টুইট করেছিলেন । সেই টুইটের সূত্র ধরে আজ তৃণমূল প্রার্থীকে নিশানা করেন
অভিজিৎ তা । তিনি বলেন,’তৃণমূল বারবার বহিরাগত তকমা দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে । কিন্তু আজ তাদের এমন অবস্থা যে এলাকা থেকে নিজেদের প্রার্থীই বাছাই করতে পারছে না । এমন একজনকে প্রার্থী করেছে,তার বাবা বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় বিহার থেকে বাঙ্গালীদেরকে তাড়ানো হয়েছিল । আমাদের রাষ্ট্রীয় আইটি ইনচার্জ অমিত মালব্য টুইট করেছেন,এনার বাবার সম্পর্কে । কীর্তি আজাদের বাবার কীর্তি ছিল বাঙ্গালীদের তাড়ানো । বাঙালি মেয়ে পাপড়ি বসু রায়কে অপহরণ করা হয়েছিল । যারা অপহরণ করেছিল তাদের পক্ষে ছিলেন কীর্তি আজাদের বাবা ।’ এরপর তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ‘এটা গ্রামেগঞ্জে গিয়ে বলুন যে কার হাত শক্ত করতে যাচ্ছেন আপনারা ? বাঙালি- বিহারী বিভেদ সৃষ্টিকারী পরিবারের সন্তানকে একটাও ভোট নয় ।’
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কীর্তি আজাদকে প্রার্থী করা নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ তা । তিনি বলেন,’উনি বিহারের বাসিন্দা,কিন্তু থাকেন দিল্লিতে । বর্ধমানের সঙ্গে তার দূর পর্যন্ত কোন সম্পর্কই নেই । এমন একজন মানুষকে এখানকার প্রার্থী করেছে তৃণমূল ।’ তিনি বলেন,’যিনি এক সময় ভারতীয় জনতা পার্টির সাংসদ ছিলেন, কিন্তু দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার জন্য পার্টি তাকে তাড়িয়েছে । তিনি একজন রাজনৈতিক ব্যবসাদার । তিনি দিনের পর দিন দল পাল্টে গেছেন ৷ কখনো কংগ্রেস, এখন আবার তৃণমূল কংগ্রেস,এমনকি আম আদমি পার্টিতেও গিয়েছিলেন । অর্থাৎ সব জায়গা চেখে বেরিয়েছেন । এখন মমতা ব্যানার্জিকে মিষ্টি লেগেছে কারণ চোরেদের সরকার, সব চুরি হয়, আর ওটাই ওনার পছন্দ ৷’
প্রসঙ্গত, মন্তেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ৷ কিন্তু লোকসভা ফলাফলের নিরিখে মন্তেশ্বর থেকে বিজেপি ভালো ফলাফল করবে বলে আশাবাদী বিজেপির জেলা সভাপতি । তিনি জোর গলায় এদিন দাবি করেন যে ‘মন্তেশ্বর বিধানসভা থেকে বিজেপি এগিয়ে থাকবেই থাকবে’ ।।