এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান), ১১ মার্চ : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের গ্রামে জলপ্রকল্পের পাইপ লাইনের কাজ করার সময় ঠিকা শ্রমিকদের বেদম মারধরের অভিযোগ উঠল স্থানীয় কিছু গ্রামবাসীদের বিরুদ্ধে । আজ সোমবার দুপুরে মঙ্গলকোটের গোহগ্রামের এই ঘটনায় ৪ ঠিকা শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে । আহতদের হাসপাতালে চিকিৎসা করানো হয় । ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করে দেন ঠিকা শ্রমিকরা । জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাটোয়া সাবডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ সারথি সিনহা জানিয়েছেন,বিষয়টি মঙ্গলকোটের বিডিওকেও চিঠি লিখে জানানো হয়েছে ।
জানা গেছে,মঙ্গলকোটের নিগন পঞ্চায়েতের গোহগ্রামে জলস্বপ্ন প্রকল্পের অধীনে রাস্তার ধারে পাইপলাইন বসানোর কাজ চলছে । সেই কারনে সেখানেই তাঁবু খাটিয়ে রয়েছে ঠিকা শ্রমিকরা । এদিন দুপুরে পাইপ বসানোর কাজ চলার সময় একটি ট্রাক্টর সেখানে আসে । ট্রাক্টর নিয়ে যাওয়ার অসুবিধা হওয়ায় চালক শ্রমিকদের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেয় । সেই সময় আরও কিছু গ্রামবাসী এসে চালকের পক্ষ নিয়ে কথা বলে । উভয়পক্ষের বচসার মাঝে গ্রামবাসীরা শ্রমিকদের উপর চড়াও হয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । মারধরের জেরে ৪ জন শ্রমিক আহত হয় ।।