এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১১ মার্চ : বন্দেভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় বেঙ্গালুরুতে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেঙ্গালুরুর দক্ষিণ পশ্চিম রেলওয়ে অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া বন্দে ভারত ট্রেনে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মেরে ট্রেনের জানালার কাঁচ ভেঙে দেয় । এই ঘটনায় একটি স্বতঃপ্রণদিত মামলা রজু করে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছিল পুলিশ । অবশেষে ৫০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে ।
সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই কর্ণাটক, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটছিল । এতে রেল বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা পাথর ছুড়ে চলন্ত ট্রেনের ক্ষতি করছিল । কর্ণাটকের বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তে যাওয়া তিনটি বন্দে ভারত ট্রেনে ৫০ বার পাথর ছোড়ার ঘটনা ঘটে । এরপর তদন্তে নামে রেল পুলিশ ।
সম্প্রতি বেঙ্গালুরুর দক্ষিণ পশ্চিম রেলওয়ে অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া দুটি বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার তিনটি পৃথক ঘটনা ঘটেছে। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে গত ৩ মার্চ দুর্বৃত্তরা পাথর ছুঁড়েছে এবং রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় । রেলওয়ে বিভাগের কর্মকর্তারা এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন ।
শুধুমাত্র চলতি বছরেই বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ১০টি ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বছর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪০টি । সৌভাগ্যক্রমে ওই সমস্ত ঘটনাগুলিতে কোনো রেল যাত্রী আহত হয়নি । তবে ট্রেনের জানালার কাঁচ ভেঙে গেছে ।
জানা গেছে,ট্রেনে পাথর ছোড়া একটি ফৌজদারি অপরাধ । ধৃতদের বিরুদ্ধে ১৪৭,১৫৩ প্রভৃতি ধারার অধীনে মামলা রজু করা হয়েছে । আদালতে দোষী সব্যস্ত প্রত্যেকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে ।।