এইদিন ওয়েবডেস্ক,চুঁচুড়া,১১ মার্চ : শিবরাত্রির অনুষ্ঠান চলাকালীন পুণ্যার্থীদের ওপর ‘মুসলিম’ জনতার হামলার ঘটনার পর চুঁচুড়ার দেশবন্ধু পল্লি এলাকার প্রতিবাদী মহিলাদের এলাকা ছাড়া করা বা ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় । রবিবারের পর আজ সোমবার ফের চুঁচড়ার দেশবন্ধু পল্লী এলাকায় গিয়েছিলেন তিনি । এলাকায় মিছিল করার পাশাপাশি চুঁচুড়ার রবীন্দ্রনগরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথ অবরোধও করেন । তাঁর অভিযোগ, ‘এইখানে মুসলিমদের জমি আছে, যারা অনবরত এই শিব মন্দিরকে টার্গেট করে । ঘটনার দিন তার একটা বড় পরিকল্পনা করেছিল, একটা ছেলের উপর পাথরবাজি করে, তারা তৃণমূলের লোক । তবে এরা পার্টি দেখানা, শুধু ধর্ম দেখে ।’
লকেট চ্যাটার্জির অভিযোগ,’রবিবার রাতে মহিলাদের ঘরে ঘরে ঢুকে হুমকি দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, যে মহিলারা মিডিয়ার সামনে বাইট দিয়েছেন, আমার সাথে কথা বলেছেন,তাদের এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে । কিন্তু যতই আটকানোর চেষ্টা করুক, তৃণমূল যতই তার দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করুক,এখানে এসে যতই হুমকি-ধমকি দিয়ে যাক, এর জবাব আসন্ন ভোটে মহিলারা দেবেন। তৃণমূল মানুষকে হুমকি দিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখছে, যাতে এই মহিলারা আমাদের দলের সাথে কোন প্রকার সম্পর্ক না রাখে ।’
হুগলি জেলার চুঁচুড়ার দেশবন্ধু পল্লি এলাকার একটি শিব মন্দিরে শনিবার রাতে শিবরাত্রির অনুষ্ঠান চলার সময় স্থানীয় ‘মুসলিম’দের বিরুদ্ধে পুণ্যার্থীদের উপর ইঁটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে । হামলায় কয়েকজন জখমও হয়েছেন । সেই সময় ঘটনাস্থলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় মহিলা কাউন্সিলর এবং তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠছে । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । এই ঘটনার প্রতিবাদে আজ লকেট চ্যাটার্জি নেতৃত্বে এলাকায় পথ অবরোধ হয় । নিজের ফেসবুক পেজে লকেট চ্যাটার্জি লিখেছেন, ‘গতকাল চুঁচুড়া বিধানসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের লুঙ্গি বাহিনী ভোলেবাবার পুজো করতে বাধা দেয় এবং হিন্দু মা- বোনেদের শিব পুজো চলাকালীন মারধর করে। তারই প্রতিবাদে চুঁচুড়ার রবীন্দ্রনগরে বিজেপির বিক্ষোভ ।’
রবিবার ঘটনাস্থলে গিয়ে লকেট চ্যাটার্জি অভিযোগ করেছিলেন যে পুলিশবাহিনী এসে পাল্টা শিব ভক্তদের ওপরই নির্মমভাবে লাঠিচার্জ করে । এমনকি মহিলাদের পর্যন্ত পুরুষ পুলিশ কর্মীদের হাতে আক্রান্ত হয় । পুণ্যার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং হামলাকারীদের গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায় । আজ সোমবার ফের চুঁচুড়ার ওই এলাকায় যান তিনি । অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চুঁচুড়ার রবীন্দ্রনগরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথ অবরোধও করেন । পরে দেশবন্ধু পল্লি এলাকার শিব মন্দিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন লকেট চ্যাটার্জি ।
তিনি বলেন, ‘পুণ্যার্থীদের ওপর হামলাকারীরা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । আক্রান্তরা খুব চিন্তিত, তাদের কারোর ছেলের চোখে মেরেছে দেখতে পাচ্ছে না, কারুর হাটুতে কারুর পায়ে মেরেছে, কারুর কোমরে মেরেছে, পুলিশ সেদিন এইরকমই নির্মমভাবে মারধর করেছে৷ এমনকি মহিলাদের পর্যন্ত ছাড়েনি । কোনো মহিলা পুলিশ ছিল না, পুরুষ পুলিশরাই মহিলাদের উপর হাত তুলেছে । আর যারা মারছে তারাই হুমকি ধমকি দিয়ে মহিলাদের ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে যাচ্ছে।’
লকেট চ্যাটার্জির আরো অভিযোগ,’যে এফআইআর করেছিল কাকে পর্যন্ত ধমকি দিচ্ছে । তাকে বলছে যে এফআইআর চেঞ্জ করতে হবে । তাহলে ভেবে দেখুন আমরা কোন রাজ্যে বসবাস করি ।’ তিনি বলেন, ‘আমার মনে হয় এর জবাব ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহিলারা দেবে । হুগলিকে সন্দেশখালি হতে দেব না । পশ্চিমবঙ্গে আর সন্দেশখালি হতে দেব না। সন্দেশখালীর বিরুদ্ধে লড়াই চলছে,মহিলাদের সুরক্ষার জন্য লড়াই চলছে ।’।