শেষ চিঠির মতোই তুই রেখে গেলি একা;
হয় তো হবে দেখা,
ফারাক থাকবে হাজার হাজার মাইলের,
তখন থাকবে কি সেই আগের মতোই ভালোবাসার জের
সেই শায়েরি, সেই কবিতা বলা,
সেই হাত ধরে পায়ে পায়ে পথ চলা;
কিংবা গাছের আড়ালে চুমুর উঁকি ঝুঁকি
ভালো লাগার লাল
পাহাড় পাহাড় গল্পের আঁকিবুকি।
গাড়ি চালানোর ফাঁকে আয়নায় আদর আদর খেলা
ছোটো ছোটো অভিযোগে ঘিরে
মান ভাঙানোর পালা।
ঘর বাঁধার স্বপ্ন সে না হয় অতীত এখন
উৎসবের আমেজে তোকে কাছে পাওয়ার ভাবনায় উড়ু উড়ু মন।
কতো কল্পনার ভিড়
ভুল করে ভুলে যাওয়া হলো না তো
বড়ো হয়ে গেছি কেমন।
এখন আর অপেক্ষা নেই আগের মতো
ভীষণভাবে নিজেকে করে তুলেছি ব্যস্ত।
মুখোশটা কোথাও বিক্রি করে ফেলেছি
তাই এবার আয়ু রেখার কাছে বারে বারে বিরতি চাইছি।
ভালো থাকাগুলো ভালো থাকুক নতুন নতুন অজুহাতে,
ভালোবাসা আজ দূরে বহুদূরে চলে গেছে না পাওয়ার দেশে।।