এইদিন স্পোর্টস নিউজ,১১ মার্চ : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এর আয়োজক দেশ পাকিস্তান । এশিয়া কাপের মতোই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে যে নিরাপত্তার স্বার্থে তারা নিজের দেশের খেলোয়াড়দের পাকিস্তানে পাঠাবে না । ভারত তাদের ম্যাচগুলো নিজেদের মাটিতে খেলতে চায়, যা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে ।
সূত্রের খবর,বিসিসিআই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেন্যু চায় । এই পরিস্থিতিতে বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতের কথা ভাবছে পিসিবি। সেক্ষেত্রে সর্বশেষ এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারে হাইব্রিড মডেলে ।আগামী বছরের ফেব্রুয়ারী-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ হওয়ার কথা । কিন্তু একই সময়ে বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজিত হবে । তাই মনে করা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে । আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আটটি দল। ওই দলগুলি হল, ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া- ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-আফগানিস্তান এবং বাংলাদেশ ।।