এইদিন ওয়েবডেস্ক,ফ্লোরিডা,১১ মার্চ : ফ্লোরিডার সমুদ্র সৈকতের বালিতে আটকে ৭০ ফুটের বিশালাকৃতির তিমি । রবিবার পর্যন্ত তিমিটিকে সেখানে ছটফট করতে দেখা গেছে । তিমিটিকে গভীর সাগরে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ । মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ফ্লোরিডার থাম্পা শহরের প্রায় ৭৫ মাইল দক্ষিণে ভেনিস বিচের একটি বালুর চরায় স্পার্ম তিমিটি আটকে যায়। ভেনিস পুলিশ বিভাগ ফেসবুক পোস্টে বলেছে, ৭০ ফুট (২১ মিটার) তিমিটি এখনও বেঁচে আছে। এটি সার্ভিস ক্লাব পার্ক থেকে প্রায় ৫০ গজ দূরে একটি বালির চরায় আটকে গেছে ।
স্থানীয় কর্তৃপক্ষ বালিতে আটকে থাকা তিমিটিকে গভীর সাগরে ফিরে যেতে সহায়তা করছে। ভেনিসের সারাসোটা কাউন্টি শেরিফ অফিস ও মোটি মেরিন ল্যাবরেটরির কর্মীরা মিলে সেই প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে । কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে তিমির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তিমিটিকে নেমে যাওয়ার জন্য পাশ দিয়ে একটি চ্যানেল তৈরির চেষ্টা করছে। তবে তিমিটি ঠিক কীভাবে সৈকতের বালির চরে এসে আটকা পড়লো, সেটি জানাতে পারেনি কর্তৃপক্ষ ।।